বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হলেও বেঁচে গেছেন বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার

প্রিয় রাজশাহী ডেস্কঃ ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হলেও বেঁচে গেছেন বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার।

ঝালকাঠি বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে দুর্ঘটনা কবলিত বাসটির মালিক ঝালকাঠি শহরের কাশারিপট্টির আবুল কালাম আকন।

বাসটি চালাচ্ছিলেন চালক মো. মোহন (৩৫)। তার বাড়ি নলছিটি উপজেলার রায়াপুর গ্রামে। সুপারভাইজার মিজান জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা। বাসের হেলপারের নাম আকাশ (১৭)। তিনি বরগুনার বাসিন্দা।

ঝালকাঠি বাস মালিক সমিতির নির্বাহী সদস্য জামাল হোসেন মিঠু বলেন, দুর্ঘটনা কবলিত বাস ‘বাশার স্মৃতির’ চালক মো. মোহন দুর্ঘটনার সময় জানালার কাচ ভেঙে আত্মরক্ষা করতে সক্ষম হন। তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে নিরপদে রয়েছেন। হেলপার আকাশও সুস্থ আছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট রয়েছে এবং চালকেরও লাইসেন্স আছে। সূত্রঃ যুগান্তর।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.