মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পিতৃহীন মুশফিক বাঁচতে চান

প্রিয় রাজশাহী ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহিমের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।

পিতৃহীন মুশফিকের পরিবার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এ কারণে মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে মেধাবী মুশফিক ও তার পরিবারের সদস্যরা।

অসুস্থ মুশফিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন। থাকতেন ঢাবির কবি জসীমউদদীন হলে। গত ঈদুল ফিতরের পর তিনি ডাক্তারের কাছে গেলে জানতে পারেন তার দুটো কিডনি বিকল হয়ে গেছে।

দীর্ঘদিন ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনিরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। অসুস্থ মুশফিকের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিন্তু কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা বাবদ দরকার প্রায় ৩৫ লাখ টাকা। এ ব্যয় বহন করা মুশফিকের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মুশফিকের পরিবার ও বন্ধুরা।

অসুস্থ মুশফিক একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তিনি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে এইএচসি (আলিম) পরীক্ষায় অংশগ্রহণ করে ঢাকা বিভাগে ৭ম ‌স্থান অর্জন করে। পরে সময়ে ২০১৯-২০ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিট থেকে ২৮৫তম মেধাক্রম অর্জন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও ছিল মুশফিকের সক্রিয় অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত বিশ্ববিদ্যালয়ব্যাপী সেরা চিত্রপ্রদর্শনীতে মুশফিকের দুটি ছবি স্থান পায়। এ ছাড়া মুশফিক তার ব্যাচের কেন্দ্রীয় ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন।

দেশবাসীর কাছে বাঁচার আকুতি করে মুশফিকুর রহিম কালবেলাকে বলেন, আমার শরীরে কিছু সমস্যা বেড়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছি না। আগে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করাতাম এখন তিন দিন করানো লাগছে। আমার চিকিৎসার খরচ অনেক। এ খরচ বহন করা আমার পরিবারের পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া ও সাহায্য চাই। সূত্রঃ কালবেলা।

সাহায্য পাঠানোর ঠিকানা :

ব্যাংক অ্যাকাউন্ট :

হিসাব : মুশফিকুর রহিম

হিসাব নাম্বার : ১২৬১৫৮০০১২২৫৬

ডাচ বাংলা ব্যাংক

এলিফ্যান্ট রোড শাখা

বিকাশ :

০১৭৬৪ ৪১২ ৬৬৬

০১৭৩৫ ৪৩৬ ০৪৫

০১৯৮৪ ৩৬৩ ৯০১
নগদ :

০১৭৩৫ ৪৩৬ ০৪৫

০১৯৮৪ ৩৬৩ ৯০১
রকেট :

০১৭৬৪ ৪১২ ৬৬৬৪

০১৯৮৪ ৩৬৩ ৯০১৭

 

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.