প্রিয় রাজশাহী ডেস্কঃ নবাবগঞ্জে আগুন লেগে তিনটি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সেতু ক্লিনিকের পেছনে ডোম জামালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে জামালের ঘরের ভেতর আগুন দেখে ডাক-চিৎকার দেন তার ভাই জাহাঙ্গীর। এ সময়ে স্থানীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও এ সময়ের মধ্যে জামাল ও তার ভাই বাবুর ঘরসহ তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।
জামালের দাবি, তার ভাই বাবুর ঘরে থাকা নগদ আট লাখ টাকা, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও তিনটি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দোহার ফায়ার সার্ভিসের অফিসার তামিম হাওলাদার বিষয়টি নিশ্চত করে বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্রঃ যুগান্তর।
প্রি/রা/শা