প্রিয় রাজশাহী ডেস্কঃ ছয় লাখ টাকার লোভে ছিনতাই নাটক সাজিয়ে পুলিশের তৎপরতায় ধরা খেলেন একটি বেসরকারি এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে ৩টায় নাটোরের সিংড়া পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম জয়বাংলা মোড় এলাকায়। পরে রাত সাড়ে ৯টায় এই নাটকীয় ঘটনার হোতা এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার কামরুল হাসান ওরফে কাজলকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার করা হয় ওই ব্যাংকের সিঁড়ির নিচ থেকে খোয়া যাওয়া সমুদয় টাকা। গ্রেফতারকৃত কাজল শহরবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ক্যাশিয়ার কামরুল হাসান ওরফে কাজল ছয় লাখ টাকা পাশের পূবালী ব্যাংকে জমা দিতে গিয়ে নিজেই আত্মসাৎ করে টাকা ছিনতাইয়ের নাটক সাজান। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে।
একপর্যায়ে শহরের ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে ও বিভিন্ন সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের ঘটনা নাটকীয়তায় রূপ নেয়। পরে ওই ব্যাংকের ক্যাশিয়ারকে গ্রেফতার করে ওই ব্যাংকের সিঁড়ির নিচে থেকে ছিনতাইকৃত সমুদয় টাকা উদ্ধার করা হয়। সূত্রঃ যুগান্তর।
প্রি/রা/শা