নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর বঙ্গবন্ধু কলেজে উচ্চ মাধ্যমিক (২০২১-২০২২) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টার দিকে নগরীর চন্দ্রীমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত কলেজ প্রঙ্গনে বিদায় অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বঙ্গবন্ধু কলেজ গভর্নিং বডির সভাপতি এ.এম.এম আরিফুল হক কুমার।
কোর্স কো অর্ডিনেটর ২০২১-২০২২ সভাপতি ড. মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আলোচক ছিলেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কলেজের শিক্ষক প্রতিনিধি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মিয়াজ উদ্দীন, সহকারী অধ্যাপক ফৈরদৌসী বেগম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কোর্স কো অর্ডিনেটর প্রভাষক এমজি আজম, ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা শহীদুল ইসলাম প্রমূখ।
প্রি/রা/শা