নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি পৌর এলাকা একদিকে পবা-মোহনরের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বর্ধিত সভা, অন্যদিকে মাত্র একশ গজ দুরে চলছে এই পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীর গণজমায়েত (চা চক্র )। দুই মিলে কাটাখালি পৌর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের এই দুই নেতা দুটি রাজনৈতিব প্রোগ্রাম করছেন। তবে সাবেক মেয়র আব্বাস আলীর চা চক্রটি শেষ হলেও বর্ধিত সভায় উপস্থিত হননি এমপি আয়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি আয়েন উদ্দিন পৌর আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করেন পৌর সভার মধ্যে। যদিও নেতাকর্মীরা বলছেন এই বর্ধিত সভার দিন আগে থেকে ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে সাবেক মেয়র আব্বাস আলী কাটাখালি পৌরসভা সংলগ্ন সমসাদীপুর মোড়ে তার সমর্থরদের নিয়ে গণজমায়েতের (চা চক্র ) আয়োজন করে।
আগেই সাবেক মেয়র আব্বাস গণজমায়েত (চা চক্র) শুরু করলেও বিকেল ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এমপি আয়েন বর্ধিত সভায় উপস্থিত হন। তবে নেতাকর্মীরা বলছেন এমপি বর্ধিত সভায় উপস্থিত হবেন।
মেয়র আব্বাসের দাবি তার প্রোগ্রাম প্রতিহত করতেই এমপি সাহেব এ প্রোগ্রাম দিয়েছে। আর এমপির অনুসারি বললেন, এমপি আয়েন পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা আগে থেকেই দিন নির্ধারণ করা ছিল। মেয়র আব্বাসকে ওই সভায় ডাকা হয়নি বলে তিনি গণজমায়েত (চা চক্র ) শুরু করছেন।
আওয়ামী লীগের এই দুই নেতার দুটি রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে এলাকায় চরম উত্তেজনা চলছে।
প্রি/রা/আ