নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর ষষ্টিতলা নিবাসী ব্যবসায়ী মোঃ জিহাদ খান ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক, দৈনিক সানশাইন প্রত্রিকার ফটো সাংবাদিক মোঃ সামাদ খানের পিতা এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ এর ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।
প্রয়াত জহির“ উদ্দিন খাঁ এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও সকলের নিকট দোয়া কামনাও করেছেন তার পরিবারবর্গ।
উল্লেখ্য, ২০১২ সালের ১৩ আগস্ট এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ পৃথিবী থেকে চিরবিদায় নেন।
প্রখ্যাত এস্রাজ ও তারসানাই শিল্পী উস্তাদ মোজাম্মেল হোসেনের অন্যতম শিষ্য ছিলেন প্রয়াত জহির“ উদ্দিন খাঁ।
প্রি/রা/শা