নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক দম্পতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ২৫ পরিবারের সদস্যরা। শনিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা অভিযোগ করেন, চেক জালিয়াতি, জাল স্বাক্ষরসহ নানাভাবে ২৫টি পরিবারের সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওই দম্পতি।
অভিযুক্তরা হলেন- রাজশাহীর নওদাপাড়া শাখা বেসিক ব্যাংকের সাবেক ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস (বরখাস্ত) ও তাঁর স্বামী গোলাম জাকির। তারা পলাতক থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
মানববন্ধনে বাসার রোড এলাকার মায়া বেগম বলেন, তাসনুভা তাঁকে ধর্ম মা বানিয়ে সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাঁকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখতে বলেন। বিভিন্ন জায়গার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে ৭৯ লাখ টাকা জমা রেখেছিলেন তিনি। পরবর্তী সময়ে চেক জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন তাসনুভা। বিষয়টি জানতে পেরে তাঁর কাছে গেলে উল্টো মামলা দিয়ে হয়রানি করেন। আদালত সে মামলা খারিজ করে দিয়েছেন। পরে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বলে জানান তিনি।
হাজরাপুকুর এলাকার নাহিদা নাসরিন লিনা বলেন, এ দম্পতি তাঁর ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাসনুভা তাঁর পূর্বপরিচিত। তাঁর বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতারণার শিকার হয়ে ২৫টি পরিবার সর্বশান্ত হয়েছে। তাদের বিচার এবং টাকা ফেরত চান তিনি।
বক্তারা জানান, তাসনুভা ও তাঁর স্বামীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে তারা কারাগারেও ছিলেন। ১১টি মামলায় তারা জামিনে রয়েছেন। রাজপাড়া থানার দুটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
মানববন্ধনে ভুক্তভোগীরা এ দম্পতির বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, তারা পলাতক। এ কারণে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
প্রি/রা/আ