বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে অংশ নিতে জিম্বাবুয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে ইতোমধ্যে দুই ম্যাচে অংশ নিয়ে টানা জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-এতে শীর্ষে রয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি ক্যারিবীয়রা। তবে গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার ইয়ানিক ক্যারিয়ার অনুশীলনের সময়ে চোটাক্রান্ত হন। তার নাক ফেটে যায়। যে কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় হারারেতে তার অস্ত্রোপচার করতে হয়।
শুধু অলরাউন্ডার ইয়ানিক ক্যারিয়ারই নন! বুধবার দলটির সহকারী কোচ ফ্লয়েড রেফারও অনুশীলনের সময়ে চোটাক্রান্ত হন। তাকেও অস্ত্রোপচার করাতে হয়। মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে থাকাকালীন তিনি তার কোচিং দায়িত্ব চালিয়ে যাবেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্যারিয়া সুস্থ হওয়ার আগ পর্যন্ত মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। কারণ মেডিক্যাল টিম তার চোটের দিকে নজর রাখবে, এবং তারাই ক্যারিয়ার মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে।