নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আর দুই মাস পরের সরকারই হবে বিএনপি সরকার। শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে শুক্রবার বিকালে রাজশাহীতে গণমিছিলের আগে এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আর দুই মাসের মধ্যে এ সরকারকে পদত্যাগ করতে হবে। এর পরের সরকার বিএনপির। প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। অনেক লাগাতার আন্দোলন করেছেন। আর কয়েকটা দিন কর্মসূচি পালন করতে হবে। তারপর আমরা এ সরকারের পদত্যাগ নিয়ে বাড়ি ফিরে যাব। বেগম জিয়াকে বের করব। তারেক রহমানকে নিয়ে ঘরে ফিরব।
দুদু বলেন, আওয়ামী লীগ নেতাদের রাতে বিছানায় ঘুম হয় না। যে টাকা আপনারা চুরি করেছেন, মানুষকে গুম করে হত্যা করেছেন- এর বিচার হবে। পৃথিবীর যেখানেই টাকা পাচার করেন, সেই টাকা ফেরত আনা হবে। আপনারা তিন বছরের বাজেটের টাকা লোপাট করে ক্ষমতায় বসে আছেন। মানুষ আপনাদের ছাড় দেবেন না।
মহানগরীর ভুবনমোহন পার্কে অনুষ্ঠিত রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সহ-সংগঠনিক সম্পাদক শাহীন শওকত। সভার পরে গণমিছিল রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রি/রা/আ