নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে রাজশাহীতে পদযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নগরীর ভূবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে মণিচত্বর, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রেলগেটে গিয়ে শেষ হয়।
এর আগে ভূবনমোহন পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইফুল ইসলাম মার্শাল।
মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এসময় মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-উর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ শিকদারসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের জেলা-মহানগরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এসময় বিএনপি নেতা মিনু বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে আমরা মাঠে নেমেছি। তাকে মুক্ত না করে আমরা ফিরব না। স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই ফিরব। শেখ হাসিনার বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গত পরশু ছিল ৬০, গতকাল ৫৯, আজ, ৫৮। প্রতিদিন যাচ্ছে আর শেখ হাসিনার সময় একদিন করে কমছে।
প্রি/রা/আ