প্রিয় রাজশাহী ডেস্কঃ জামালপুর সদরে অন্তি নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক মুশফিকুর রহমান।
ডিবি জানায়, অভিযোগ ছিল জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তার পাশে গড়ে ওঠা অন্তি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে।
বুধবার সন্ধ্যায় জেলা ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তিন নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় হোটেলের পেছনে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
জামালপুর ডিবির পরিদর্শক মুশফিকুর রহমান বলেন, নির্দেশনা রয়েছে জেলায় কোনোধরনের অশ্লীলতা চলতে দেওয়া যাবে না। এরই পরিপ্রেক্ষিতে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্রঃ জাগো নিউজ।
প্রি/রা/শা