বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার ৬ জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

প্রিয় রাজশাহী ডেস্কঃ রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। শুধু সীমান্তবর্তী অঞ্চলে নয়, খোদ রাজধানী মস্কোয়ও হামলা বাড়ানো হয়েছে।

বুধবারও রাশিয়ার ছয় জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্কভে ড্রোন হামলায় চারটি সামরিক ট্রান্সপোর্ট প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্রিমিয়াসহ পাঁচ জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছে। খবর ডয়চে ভেলের।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলার কারণে স্কভে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ছিল। এছাড়া ব্রায়নস্ক, কালুগা, ওরলয়, রিয়াজান ও ক্রিমিয়ায় ড্রোন হামলা হয়েছে।

এস্তোনিয়া ও লাতভিয়ার সীমান্তের কাছে স্কভে ড্রোন হামলায় চারটি আইএল ৭৬ সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্কভের গভর্নর জানিয়েছেন, বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি যাচাই করার পর তা আবার চালু হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে আবার বিমান চলাচল শুরু হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। এরপরই কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া।

ইউক্রেনের তরফ থেকে এখনো এই ড্রোন হামলার দায় স্বীকার করা হয়নি। তারা এ নিয়ে কোনো মন্তব্যও করেনি। সূত্রঃ যুগান্তর।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.