বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় মেসে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিয় রাজশাহী ডেস্কঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা চতুর্থ বর্ষের ছাত্রী শাকিলা খাতুনের (২৩) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে শহরের জহুরুলনগর এলাকায় মেসের রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তার আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরাও কিছু বলতে পারছেন না।

পুলিশ ও স্বজনরা জানান, শাকিলা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়তেন। পাশের জহুরুল নগর এলাকায় একটি মেসে অন্য মেয়েদের সঙ্গে থাকতেন। রুমমেট না থাকায় সোমবার রাতে তিনি একাই রুমে ছিলেন।

রাত ৯টার দিকে তিনি রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে মেসের অন্য ছাত্রীরা ডাকাডাকি করে শাকিলার সাড়া পাননি। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেওয়া শাকিলার মরদেহ ঝুলছে। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সূত্রঃ যুগান্তর।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.