নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর বাজারের কসাইখানার বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে একাত্ন হয়ে কাজ করছেন আওয়ামী লীগ এবং বিএনপির তরুণ নেতৃবৃন্দ।
বেলপুকুর বাজারে কসাইখানার বর্জের সঠিক ব্যবস্থাপনার দাবিতে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ গবেষনা সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৩ তম রাজনৈতিক ফেলো মাজিদুর রহমান নয়ন এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৩ তম রাজনৈতিক ফেলো রিফাত হোসেন অন্তর সম্মিলিতভাবে আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে রাজশাহী ইন রেসিডেনসিয়াল হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওয়তায় ২৩ তম ক্লাশের এই দুই রাজনৈতিক ফেলো উদ্যোগ নেন।
সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ একটি লিখিত বক্তব্যে জানান, বেলপুকুর বাজার এলাকাটি রাজশাহী শহরের প্রবেশদ্বার এই বাজারের মাঝখান দিয়ে ঢাকা–রাজশাহী মহাসড়ক বিদ্যামান, পরিষ্কার-পরিপাটি শহর হিসেবে পরিচিত রাজশাহী শহরে প্রবেশের ঠিক পূর্বে এমন বর্জ্য অব্যবস্থাপনা দেশের মানুষের কাছে নেতিবাচক তথ্য দেয়।
তাছাড়া এই বাজারের পাশে একটি ডিগ্রী কলেজ, একটি মহিলা কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুইটি কারিগরী স্কুল, একটি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এবং বাজারের আশেপাশে প্রায় ২০ হাজার মানুষ ।
এই বাজারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল ও বাজার সংলগ্ন ৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের বসবাস করে। আমরা লক্ষ্য করছি এখানে কোন কসাইখানা না থাকায় মাংস বিক্রেতাগণ যত্রতত্র বর্জ্য ফেলে রাখে।
এতে বাজারের পারিপার্শ্বি পরিবেশ এবং গণস্বাস্থ্য হুমকির সমূখিন হচ্ছে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি কসাইখানা স্থাপনের একান্ত প্রয়োজন।
আয়োজকগণ এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটি নিরসন করে একটি বিশাল জনগোষ্টীরকে স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা এবং ক্লীন সিটি হিসেবে রাজশাহী সুনাম দেশবাসীর কাছে অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এই সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহ সভাপত রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট রায়হান আলী। প্রি/রা/আ