নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ বাদ মাগরিব বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে নগরীর কাদিরগঞ্জস্থ বিপিজেএ রাজশাহী শাখার কার্যালয়ে দোয়া মাহফিলে টমির বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাবেক সভাপতি জাবীদ অপু।
এ সময়ে উপস্থিত ছিলেন বিপিজেএ রাজশাহী শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেল ও সদস্য শরিফুল ইসলাম তোতা। এছাড়া টেলিভিশন জার্নালিস্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ-সম্পাদক মাহফুজুর রহমান রুবেল ও চিত্রসাংবাদিক শাহরিয়ার শেখ সুমুন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
উল্লেখ্য বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমি ১৮ সেপ্টেম্বর সমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রি/রা/আ