নিজস্ব প্রতিবেদক: বৈকালী সংঘ এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, বৈকালী সংঘ এবং রাজশাহী জেলা দলের সাবেক ক্রিকেট খেলোয়াড় এবং প্রাথমিক ক্রিড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর প্রশিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান নুরু ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেছেন।
মহরমের জানাজা বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ বাদ জোহর লক্ষ্মীপুর ঝাউতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা সিএন্ডবি মোড় মনিবাজার মাঠে অনুষ্ঠিত হয়ে হেতেম খাঁ গোরস্থানে দাফন সম্পন্ন হবে। নুরু রাজশাহী লক্ষ্মীপুর ঝাউতলা ৬ নং ওয়ার্ডে বসবাস করতেন। তিনি অনেক খেলোয়ার সৃষ্টি করে গেছেন।