রাজশাহী সিটি কর্পোরেশন নির্বচনে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হওয়ায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা। শনিবার রাতে নগরীর রাণীবাজারস্থ এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।
রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাসিকের নবনির্বাচিত ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনের নেতৃত্বে মতিহার থানা স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত ওয়ার্ডের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ওয়ার্ড নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, দপ্তর সম্পাদক শরিফ, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ২৬ পশ্চিমের আহবায়ক রাসেল মাহমুদ, ২৬ পূর্বের আহবায়ক শাহিন হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ২৫ আহ্বায়ক শফিকুল ইসলাম সন্জু, ২৮ আহ্বায়ক ফাহমিদা সোভা ও যুগ্ম আহ্বায়ক আওয়ালসহ সিদ্দিক, ডিকেন, রতন, তোরিকুল, মেরাজ প্রমূখ।