মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ও জনগণের কল্যাণে সততার সহিত কাজ করার আহ্বান এলজিইডির প্রধান প্রকৌশলীর

নিজস্ব প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন বলেছেন, দেশের মোট উন্নয়ন বাজেটের প্রায় ৮৫ শতাংশ আমাদের হাত দিয়ে ব্যয় হয়। তাই আমাদের সম্মান ও যোগ্যতার সাথে কাজ করতে হবে। আবার চিন্তা করতে হবে কখন কাজ করলে কম খরচে ভাল কাজ করা যাবে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে এলজিইডি রাজশাহী কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেছেন।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী আরো বলেন, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি- তারা সকলেই নেতা। প্রতিটি কর্মকর্তাই নিজ নিজ কর্মক্ষেত্রের নেতা। আর ভাল নেতা হওয়া ও পাওয়া অনেকটাই কঠিন। এ ক্ষেত্রে ভালটাই টিকে থাকে। তাই আমাদের দেশ ও জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে। কাজ ফেলে রেখে সরকার ও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া যাবে না। আর যাই হোক আমাদের সময়ে কাজ সময়েই করতে হবে।
এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেএম জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমান, এলজিইডি বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম কবির, এলজিইডি পাবনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নবীউল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনসহ রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রকৌশলী।
এর আগে প্রধান অতিথি প্রকৌশলী আলি আখতার হোসেনসহ উপস্থিত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান।
প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.