বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ‘প্রিয়তমা’ সিনেমার জাদুর খবর জানালেন শাকিব

প্রিয় রাজশাহী ডেস্কঃ চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া সবচেয়ে সফল সিনেমা ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। এবার সেই ব্লকবাস্টার সিনেমা নিয়েই নতুন সুখবর দিলেন শাকিব খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৭ মিনিটে ভক্তদের সুখবর দেন শাকিব। জানান, আবারও প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় এ সিনেমাটি।

নিজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বিদেশের দর্শকদের মন জয় করে চলেছে ‘প্রিয়তমা’। এবার সে রেশ ধরেই আজ  ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি।
 
ফেসবুকে এ সুখবর ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে শাকিব ভারতের বাঙালি সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণও জানান।
মাত্র দুটি লাইন লিখে শাকিব একটি ছবিও আপলোড করেছেন। আপলোড করা সে ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়তমা সিনেমার পোস্টারে ভারতের ওয়েস্ট বেঙ্গল এবং আসামের হল লিস্ট প্রকাশ করেছেন ঢালিউড কিং শাকিব।
উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে কেন্দ্রীয় চরিত্র সুমন নামে অভিনয় করেছেন শাকিব খান। শাকিবের বিপরীতে ইতি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খান-ইধিকা ছাড়াও এতে  অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, এল আর খান সীমান্তসহ অনেকে।
প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.