রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্মলেন্দু-রামেন্দুসহ সাতজন পাচ্ছেন বাংলা একডেমি সাহিত্য পুরস্কার

প্রিয় রাজশাহী ডেস্কঃ নির্মলেন্দু গুণ এবং রামেন্দু মজুমদারসহ সাতজন বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

রোববার একাডেমি ২০২৩ সালের এই সাহিত্য পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার তুলে দেওয়া হবে।

চলতি বছরের ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ; রামেন্দু মজুমদার পাচ্ছেন ‘অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার’।

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ।

‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ।

‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. অনুপম সেন।

নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, এ বি এম আবদুল্লাহ, মোহাম্মদ হারুন-উর-রশিদ ও অনুপম সেনের পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

এছাড়া ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে’ ভূষিত হচ্ছেন কবি ওমর কায়সার;

বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে’ মনোনীত হয়েছেন আবদুল গাফফার।

ওমর কায়সার এবং আবদুল গাফফারের পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.