শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সকালে নয়াপল্টনে পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

প্রিয় রাজশাহী ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিসহ অন্যান্য দাবিতে বিএনপির ডাকে সারা দেশে চলছে দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ।

দ্বিতীয় দিন আজ সোমবার সকালে অনেকটা স্বাভাবিক দেখা গেছে নয়াপল্টন এলাকা। পাশাপাশি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকেও।

নয়াপল্টনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই গাড়ি, রিকশা, সিএনজির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

কথা হয় নটরডেম কলেজের ছাত্র ইশতিয়াক হোসেনের সাথে। তিনি বলেন, সকাল ৮টা বাজে ক্লাস আছে। অবরোধ চলছে জানি, তাই একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করছি।

বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন বলেন, অবরোধ চললেও অফিস তো খোলা ,না গেলে একদিনের বেতন কাটা পড়ে। সুতরাং বের হতেই হবে।

এদিকে অবরোধের ফলে যেন সহিংসতা না হয়, সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন,অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে,তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।  সূত্রঃ ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.