বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রলের মুখে অন্তঃসত্ত্বা শুভশ্রী

প্রিয় রাজশাহী ডেস্কঃ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আবারও মা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। এর মধ্যে গত ৩ নভেম্বর ছিল শুভশ্রীর জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে নানা আয়োজন করেন তার স্বামী রাজ চক্রবর্তী। এদিন নীল রঙের গাউন পরেছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমতো মতো ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

কেউ লিখেছেন, আর কত বোটক্স করাবেন? আবার কারও মন্তব্য, মানছি আপনি সন্তানসম্ভবা, কিন্তু তাও এমন দেখাবে কেন? কারও বক্তব্য, একটু অন্যভাবে সাজতে পারতেন। নানা জনের নানা মন্তব্যের কোনও উত্তরই দেননি শুভশ্রী। এই মুহূর্তে শুধুই নতুন অতিথির অপেক্ষায় রাজ-শুভশ্রী।

তবে পরিবার-পরিজন থেকে শুরু করে কাছের মানুষদের শুভেচ্ছা বন্যা বয়ে গেছে বলা চলে। অভিনেত্রীকে রাত ১২টার পরই সামাজিক মাধ্যমে তার ননদের কন্যারা বিভিন্ন মেসেজ করে ভালোবাসা জানিয়েছেন। লিখেছেন ‘মামি কা বার্থ ডে।’ এছাড়াও অভিনেত্রী প্রতিদিন যাদের সঙ্গে কাজ করেন, তারাও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন প্রায় ৩ বছর। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.