ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরিয়েছেন। মান-অভিমানও কম হয়নি। একজন নিষেধাজ্ঞা কাটিয়ে আরচারিতে ফিরেছেন। অন্যজন মানসিক ধকল কাটিয়ে সোনার হাসি হেসেছেন।
সবশেষ শনিবার জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দ্বৈতে জুটি বেঁধে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। অম্ল-মধুর সম্পর্ক পেছনে ফেলে এবার জীবন সমুদ্রে পরিণয়ের তরী ভাসাতে চলেছেন দেশসেরা এই দুই আরচার। আগামী ৫ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আরচার বলেন, ‘ঘটনা সত্যি। ৫ জুলাই রোমান সানা ও দিয়া সিদ্দিকী পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে।’ রোমান সানার বাবা আবদুল গফুর বলেন, ‘ওদের বিয়ে চূড়ান্ত হয়েছে। ৫ জুলাই বিয়ে হবে। আমরা ৪ জুলাই দিয়ার বাড়ি নীলফামারী যাব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাতে খুলনায় ওদের আনা হবে। ৮ জুলাই আমাদের বাড়িতে হবে বৌভাত।’
জানা গেছে, গত কমাস ধরে এ ব্যাপারে দুই পরিবারের মধ্যে কথা হয়েছে। রোমান আনসারে ল্যান্সনায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছর যোগ দিয়েছেন আনসারে।