নিজস্ব প্রতিবেদক, চারঘাট: দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চারঘাট আওয়ামী লীগের মাইক্রো, ট্রাক ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আালম এমপির নিদের্শনায় সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আওয়ামী লীগের বিশাল মাইক্রো, ট্রাক ও মোটরসাইকেল শোডাউন হয়। এরপর পথসভা ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও মেয়রের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, ভায়ালক্ষীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমূল আলমসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগ এবং স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।