নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাংগঠনিক সম্পাদক মুকুল শেখের নেতৃত্বে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন উড়িয়ে, কেক কেটে রনি ও মুকুলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করে যুবলীগের নগরীর বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, বোয়ালীয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান কালু, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন নবাব, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খোকন, রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীসহ ও সাংগঠনিক ৩৭টি ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকেরা উপস্থিত ছিলেন।