প্রিয় রাজশাহী ডেস্ক: বিএনপি ও সমমনা দলের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারে প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। সর্বশেষ আজ থেকে চতুর্থ দফা ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করছে তারা।