শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবহেলা বা ঘৃণা নয়, ভালবাসা দিয়ে কুষ্ঠ রোগীদের গ্রহণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রিয় রাজশাহী ডেস্ক: অবহেলা বা ঘৃণা দিয়ে নয়, ভালবাসা দিয়ে কুষ্ঠ রোগীদের গ্রহণ করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূলে সরকার দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

রোববার (১২ নভেম্বর) সকালে ‘সেকেন্ড ন্যাশনাল লেপ্রোসি কনফারেন্স ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ একটি আইনের কারণে কুষ্ঠ রোগীদের ঘৃণার চোখে দেখা হতো। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সেই আইন বাতিল করেছে।

কুষ্ঠ রোগের চিকিৎসায় হাসপাতালগুলো আধুনিকায়ন করে হচ্ছে। এছাড়া এ রোগের জন্য ওষুধ উৎপাদন করতে দেশীয় উৎপাদকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগে সরকারের প্রধান লক্ষ্যই হলো দেশের মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা। এ লক্ষ্যে সারাদেশে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে সরকার। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপি। মানুষকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে তারা।

কিন্তু আজকের বাংলাদেশে শতভাগ পোলিও নির্মূল, মা ও শিশু মৃত্যুহার কমানোসহ করোনা মোকাবেলায় সাফল্য দেখিয়েছে আওয়ামী লীগ সরকার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.