শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ ও নাশকতার প্রতিবাদে রাজশাহীতে আসাদের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিএনপি-জামায়াতের অবরোধ ও নাশকতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি লক্ষীপুরের আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে মিছিল শেষে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় আওয়ামী লীগ নেতা আসাদ বলেন, বাংলাদেশের মানুষ নাশকতাকে কখনোই সমর্থন করেনা। এ কারণে তারা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবরোধের নামে যে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে তাকেও প্রত্যাখ্যান করেছে। ষড়যন্ত্রকারীরা যেনো কোনভাবেই সফল হতে না পারে সেজন্য প্রতিটি কর্মীকে সচেতন থাকার আহবান জানান আসাদ।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুলা আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলি, আওয়ামী লীগ নেতা সুলতান আলী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেলসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ সোমবার সকাল ১০টায় একই স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.