নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক, মঞ্চ, বেতার ও টেলিভিশন অভিনেতা কবি হৃদয় রনির মা মঞ্চকথা থিয়েটারের উপদেষ্টা ও আলহিমা মুসলিম একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষিকা মরহুমা আয়েশা আক্তার বানুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভায় মঞ্চকথা থিয়েটারের সভাপতি আবদুস সালাম খানের সভাপতিত্বে আয়েশা আক্তার বানুর জীবনী নিয়ে আলোচনা করেন মঞ্চকথা থিয়েটারের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা।
এসময় আরও আলোচনা করেন মঞ্চকথা থিয়েটারের সহ-সভাপতি নাজ সরকার, চিকিৎসক আতিকুল্লাহ হাফিজ জিলানী, মমিনুল ইসলাম বজলু, শংকর কুমার ধর, রকি রাজ , মুসফেকা নুর প্রমুখ।
সভায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।