নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহীতে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী প্রমূখ।
উন্নয়নের সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য আতিকুর রহমান কালু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ নেতাকর্মীৃবৃন্দ নগর শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।