নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের রাজপাড়া থানা অঞ্চল।
আজ বুধবার সকালে প্রতিদিনের মতোই অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের রাজপাড়া থানা অঞ্চল।
অবস্থান কর্মসূচীর পরে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত করে উপস্থিত নেতা কর্মীরা।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।