নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর তত্ত্বাবধানে সম্পাদিত রাজশাহী কলেজের সেল্ফ এ্যাসেসমেন্ট কার্যক্রমের তিন দিনের পিয়ার রিভিউ সম্পন্ন হয়েছে।
গত ১৪ নভেম্বর ইনঅগুরাল সেশনের মাধ্যমে শুরু হয়ে গতকাল ১৬ নভেম্বর এক্সিট মিটিংয়ের মাধ্যমে কার্যক্রমটি সমাপ্ত হয়।
কলেজের সেল্ফ এ্যাসেসমেন্ট পিয়ার রিভিউ করেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট)-এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোশাররফ হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রফেসর সিরাজুল ইসলাম প্রধান এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব ফরহাদ আহমেদ।
রিভিউ টিম প্রতিটি বিভাগ পরিদর্শন এবং নথিপত্র পর্যালোচনা করে এদের সক্ষমতা, সীমাবদ্ধতা এবং কলেজের সার্বিক মানোন্নয়ে করণীয় নির্ধারণ করে তা এক্সিট মিটিং-এ শেয়ার করেন।
ইনঅগুরাল এবং সমাপনী সেশন সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান সম্মানিত অতিথি হিসেবে উভয় সেশনে উপস্থিত ছিলেন।
সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রিভিউ টিমের সদস্যদের ধন্যবাদ জানান রাজশাহী কলেজের অধ্যক্ষ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে রাজশাহী কলেজে শিক্ষার মান কাঙ্খিত মাত্রায় উন্নীত হবে এবং প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সক্ষম হবে। উপাধ্যক্ষও তাঁর বক্তব্যে একইভাবে রিভিউ টিমের মূল্যায়ন রাজশাহী কলেজের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।