নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে এসব শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
শান্তি মিছিল শেষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাজশাহী নগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাগরপাড়া বটতলার মোড়, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষীপুর মোড়, সিএন্ডবি মোড়, শালবাগান মোড়, নওদাপাড়া মোড়, তালাইমারী মোড়, ভদ্রা মোড়, বিনোদপুর বাজারসহ বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।