নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, নারীমুক্তি তথা মানবমুক্তি, গণতন্ত্র, সামাজিক-সাংস্কৃতিক, আন্দোলনের পুরোধা সৈনিক মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় নগরীর ঘোড়ামারা এলাকায় মহিলা পরিষদের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
স্মরণসভায় মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
স্মরণসভার শুরুতে সুফিয়া কামালের প্রতিকৃতিতে মাল্য দান এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার, দ্বীপ মান্নান, শাপলা প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় কবি সুফিয়া কামালের স্মৃতিচারণ করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।