শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর নারীরা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে: শাহীন আকতার রেণী

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তুলানামূলক পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপ দিতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটি করপোরেশনের যৌথ আয়োজনে ৪দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সয়ংক্রিয় সেলাই মেশিন এবং সামগ্রি বিতরণ করা হয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপিই সম্পর্কিত উৎপাদন ক্ষমতা শক্তিশালী করার জন্য চীন ইউএনডিপি ট্রায়াঙ্গুলার এবং দক্ষিণাঞ্চলীয় কর্পোরেশনের সহায়তায় ও রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্বাবধানে এ প্রকল্পের প্রথম ধাপে নগরীর ১৫জন নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

আজ শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ শুরুর প্রারাম্ভ অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে স্বয়ংক্রিয় সেলাই মেশিন এবং সেলাই আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

দেশের পিছিয়ে পড়া নারীদের দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় প্রতিষ্ঠান গুলোর যৌথ এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহিন আকতার রেনী বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই নারী জাগরনের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ তিনি ক্ষমতায় আশার পর নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারী সমাজকে নানামুখী শিক্ষায় শিক্ষিত করে দেশের মানবসম্পদে রূপ দিচ্ছে৷

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় রাসিক মেয়র লিটনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে৷ আমি আশাবাদী দেশী, বিদেশী সহযোগীতায় এভাবেই আমাদের নারী সমাজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে এবং একদিন তারা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে।

সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হক, রাসিকের চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি ক্লস্টারের বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী৷

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.