নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী নগরীর বিভিন্ন স্থানে এসব শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, সোমবার সকালে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী নারীনেত্রী শাহীন আকতার রেণী।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা তৌহিদুল হক সুমন প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলমসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাগরপাড়া বটতলার মোড়, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষীপুর মোড়, সিএন্ডবি মোড়, শালবাগান মোড়, নওদাপাড়া মোড়, তালাইমারী মোড়, ভদ্রা মোড়, বিনোদপুর বাজারসহ বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়।