বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশমিকা-আলিয়ার পর এবার ডিপফেকের শিকার প্রিয়াঙ্কা!

প্রিয় রাজশাহী ডেস্ক: প্রথমে রাশমিকা মান্দানা। তারপর আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কাজল ও সারা টেন্ডুলকার। কিছুতেই কমছে না ডিপফেক ভিডিওর আতঙ্ক। এবার ডিপফেকের শিকার হলেন বলিউডের ‘দেশিগার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধুই ভিডিও নয়, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার ডিপফেক অডিও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপটিকে ব্যবহার করা হয়েছে তাঁর  অন্য একটি ভিডিওতে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সেই অডিওর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার কথা। ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিশও দিয়েছেন পিগি চপস। যা কিনা একেবারেই ভুয়া।

তবে সাইবার মাধ্যমসূত্র বলছে, প্রিয়াঙ্কার এই অডিও ক্লিপ একেবারেই ডিপফেক প্রযুক্তিতে তৈরি।

প্রসঙ্গত, নায়িকাদের ডিপফেক ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। একের পর এক অভিনেত্রী এহেন বিকৃত প্রযুক্তির শিকার!

সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.