উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ২৪৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে সভাপতি আব্দুলাহ আল মামুন শুভ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না নির্বাচিত হয়।
আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গননা। বিকেল ৫টায় ভোটের ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশনার এমদাদুল হক এমদাদ।
রুয়েট কর্মচারী ইউনিয়নের নির্বাচনে অংশ নেয় ১৫ সদস্যের ২টি প্যানেল ও একজন সতন্ত্র প্রার্থী। প্যানেল দুটি হলো: ১. নয়ন মুন্না পরিষদ ২. শুভ মুন্না পরিষদ এবং একজন সতন্ত্র প্রার্থী রেজাউল করিম।
এর মধ্যে শুভ মুন্না পরিষদ থেকে ১৪ জন ও নয়ন মুন্না পরিষদ থেকে ১জন নির্বাচিত হয়। ফলাফল ঘোষনার পর প্রার্থীরা বলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ত্রী-বার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, এমদাদুল হক এমদাদ, আব্দুল মজিদ তাহসিন আলী শামিম, শরিফুল ইসলাম।