মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন জেরিন খান

প্রিয় রাজশাহী ডেস্ক: ভারতের শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে সোমবার হাজিরা দেন অভিনেত্রী। ২০১৮ সালে কালীপূজার অনুষ্ঠানে কলকাতা ও আশপাশের বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠানে আসার কথা ছিল জেরিনের। সেজন্য নাকি ১২ লাখ রুপি অগ্রিম নিয়েও শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি তিনি।

সেই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগের প্রেক্ষিতে চার্জশিট দাখিল করে নারকেলডাঙা থানা। সেই মামলায় গত সেপ্টেম্বর মাসে জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিন আদালতে আত্মসমর্পণ করেন জেরিন।

সোমবার শিয়ালদহ আদালতে বলিউড অভিনেত্রীর হয়ে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী পবন আগরওয়াল। দু’পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে জেরিন খানের জামিনের আর্জি মঞ্জুর করে আদালত। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে বিচারক জামিন মঞ্জুর করেন অভিনেত্রীর।

সঙ্গে শর্ত রয়েছে, আদালতের থেকে আগাম অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না। আগামী ২৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনও অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, ২০১৮ সালে কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট ছ’টি কালীপূজার উদ্বোধনে আসার কথা ছিল অভিনেত্রীর। সেই মতো অগ্রিম টাকা নিয়েও শেষ পর্যন্ত জেরিন আর আসেননি। পরে জেরিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় মামলা হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.