নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এদিন সকাল ০৯টায় জাতীয় পকাকা উত্তোলন করা হয়। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও দেশের শ্রেষ্ঠসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা উন্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন প্রমূখ।
এসময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সৈয়দা গুলশান ফেরদৌসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।