শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহ মখদুম দরগা’র প্রধান ফটক ও টিকাপাড়া গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহ্ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের প্রধান ফটক নির্মাণ এবং টিকাপাড়া গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ শুক্রবার বাদ জুম্মা পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.