রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ২০০৪-০৬ ব্যাচের বন্ধুদের মিটআপ ১লা মার্চ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে মিটআপ অনুষ্ঠিত হবে।

আগামী ১লা মার্চ (শুক্রবার) অনুষ্ঠানটি ০৪-০৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে গ্রান্ড সেলিব্রেশন রাজশাহী-২০২৪ নগরীর হোটেল রয়্যাল রাজ এর ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানায়, মিটআপ অনুষ্ঠানে দিনব্যাপি খাওয়া দাওয়া, গেম-শো, লটারি, সাংস্কৃকিত অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে। অনুষ্ঠানটিতে রাজশাহীসহ সারাদেশের ০৪-০৬ ব্যাচের বন্ধুদের অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানটিতে অংশগ্রহনের জন্য চাঁদা ধরা হয়েছে একহাজার ৫০ টাকা। আগ্রহীরা +৮৮০১৭২৩৬৭৪৩০৯ নম্বরে বিকাশ, নগদ বা স্বশরীরে এসেও চাঁদা দিতে পারবে বলেও জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.