শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী স্যানিটারি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্যানিটারি ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার সময় নগরীর বড়কুঠি এলাকায় সকল স্যানেটারি দোকানদার এবং কোম্পানীর প্রতিনিধির সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যরা ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সদস্যা তুলে ধরেন এবং ব্যবসায়ীরা যেন কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয় এজন্য কোম্পানীর প্রতিনিধিদের বাসা-বাড়িতে পন্য বিক্রি করার না করার জন্য বলা হয়।

আলোচনায় কোম্পানীর প্রতিনিধিরা সরাসরি পন্য বিক্রি না করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে রাজশাহীতে শিল্পকারখানা স্থাপন করার জন্য রাসিক মেয়রের দৃষ্টি আকর্ষন করেন স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজ। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান।

এছাড়াও আরএফএল গ্রুপ, গাজি গ্রুপ, লীরা গ্রুপ, ন্যাশনাল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, আকিজ সিরাামিক গ্রুপ, আনোয়ার গ্রুপ, মদিনা গ্রুপ, চারু সিরামিক, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, শরীফ মেটাল, তানভীর মেটাল ওসুজন মেটাল, এন মোহাম্মদ গ্রুপ, আর.এ.কে সিরামিকসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.