শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লিয়াকত সভাপতি ও অপুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে সোমবার ‘রাজশাহী এডিটরস ফোরাম’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সকল এডিটরসদের সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীকে সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে মোট বার সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এস.এম.এ কাদের, দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর পত্রিকার সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তা পত্রিকার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম ও উত্তরা প্রতিদিন সম্পাদক পত্রিকার সাইফুল ইসলাম। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

এর নিয়ে সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি এই নতুন কমিটি গঠন হলো। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.