নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ২০২৪) দুপুর ১২টায় নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত নিজস্ব কার্যাল এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম সমূহ উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রম উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর অর্থ সম্পাদক মিলন শেখ বিগত দিনের আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন।
এসময় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেল, সদস্য এএনএম ফরিদ আক্তার পরাগ, শরিফুল ইসলাম তোতা, শামিউল ইসলাম শামীম, কাবিল হোসেন, আবু নুর মোঃ মুক্তার হোসেন, সোহাগ আলী, মোমিন ওয়াহিদ হিরোসহ সংগঠনের আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় আগামীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনের তপশিল ঘোষনা ও তারিখ নির্ধারণ, নির্বাচন কমিশন গঠন, চলমান কমিটির মেয়াদ বৃদ্ধি এবং সংগঠন পরিচালনা ও কার্যালয় উদ্বোধন নিয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের আজীবন সদস্য আব্দুল জাবীদ অপুকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। এছাড়াও জিয়া হাসান আজাদ হিমেল ও শামস্ উর রহমান রুমিকে সদস্য এবং আজম খানকে সচিবের দায়িত্ব প্রদান করে আগামী ২৭ এপ্রিল এসোসিয়েশনের নির্বাচনের দিন ধার্য্য করা হয়। সেইসাথে প্রার্থীদের নির্বাচনী ফরম উত্তোলনের ফি নির্ধারণ করা হয়।