রাজশাহীতে এসএসসি ২০০৪ সাল ও এইচএসসি ২০০৬ সালের ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যান্ড মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় নগরীর রাণীবাজার এলাকায় অবস্থিত রয়্যাল রাজ হোটেলে এ গ্রান্ড মিটআপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে এসএসসি ২০০৪ সাল ও এইচএসসি ২০০৬ সালের শিক্ষার্থীদের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি রাণীবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল রাজ হোটেলের সামনে এসে শেষ হয়।
পুরবর্তীতে বিভিন্ন আয়োজনের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সবশেষে র্যাফেল ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়ত। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার ছিল ঢাকা থেকে কোরিয়া যাতায়াত বিমানের টিকিট।