বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় ডা. সৈয়দ মোজাফফরের ব্যক্তিগত উদ্যোগে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ  জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভা ও চকরাজাপুর ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ১৫০ টি ভেষজ ও ৫০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমদের পক্ষে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ও শুক্রবার (২৬ এপ্রিল) দিনব্যাপী এসব গাছের চারা বিতরণ করা হয়।

ডা. সৈয়দ মোজাফফর আহমদের পক্ষে বাঘা পৌরসভা ও চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাছের চারা বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন মাসুম এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী মাসুদ রানাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান ডা. সৈয়দ মোজাফফর আহমদ। সরকারসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমদ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.