বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ‘পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি’ এ‌ বিষয়ের উপর চলছিল যুক্তি ও পাল্টা যুক্তি। এ বাগযুদ্ধ উপভোগ করছিলেন আয়োজক ও দর্শকরা। বলছি, আজ রবিবার হয়ে যাওয়া দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের রাজশাহী বিভাগীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডের কথা।
রাজশাহী কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পাবনার পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মাফরুহা আকতার মোহনা।
প্রতিযোগিতায় সভাপতির দায়িত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা এবং বিচারকের দায়িত্বে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, গ্রুপ অব লিবারেল ডিবেটার্সের সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা, গ্রুপ অব লিবারেল ডিবেটার্সের সাধারণ সম্পাদক আব্দুলা আল নীল,  বুয়েট ডিবেটিং ক্লাবের সদস্য মাহফুজ ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সদস্য রোহান।
সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আখতার জামিল, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস শিল্পী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা, সমকালের নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলু, জয়পুরহাট প্রতিনিধি শাহারুল আলম , সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রভাষক ও সুহৃদ সমাবেশ রাজশাহী জেলার সদস্য ডা. মুসাদ্দিকুন নাহার শুকরিয়া, সমকাল সুহৃদ সমাবেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক রুবাইয়া জান্নাত, রাজশাহী মেডিকেল কলেজ সুহৃদ সমাবেশের সভাপতি নাফিউ ইসলাম সেতু, সমকাল সুহৃদ সমাবেশের রাজশাহী জেলার সদস্য মনিরুল ইসলাম প্রমূখ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আখতার জামিল বলেন, আমি চমৎকার বললাম, নির্ভুল উপস্থাপনা করলাম কিন্তু ভেতরে কিছু নেই। আবার আমার উপস্থাপনা সুন্দর না, কিন্তু আমি যা বলছি তা যুক্তিযুক্ত। আমাদের এ দুইটি বিষয়ের সম্মিলন ঘটাতে হবে। আমরা ভালোমত প্রস্তুতি নিয়ে বিতর্ক করবো, আমরা বিতর্কে অসদাচরণ করবো না, যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করবো। আমার কথায় যেন যুক্তি থাকে, সেদিকে বিতার্কিকদের খেয়াল রাখতে হবে। যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছে, আশা করি তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবেন।
অনুষ্ঠানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শিল্পী বলেন, যেকোন বিষয়ের উপর যখন যুক্তিতর্ক উপস্থাপন করে, সে বিষয়টিকে উপস্থাপন করবো, তখন সেটাই বিতর্ক। আমাদের ছেলেমেয়েরা তর্কের দিক থেকে এতোটা এগিয়ে গেছে, এটা দেখেই বুকটা গর্বে ভরে উঠছে। আমরা আক্রমণাত্মকভাবে যুক্তি উপস্থাপন করবো না। আমরা প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই নিজেদের যুক্তি উপস্থাপন করবো। শুধু যুক্তি দিলেই হবে না, সেটা শ্রোতার বোঝার মতো করে বলতে হবে। এ বিষয়ে বিতার্কিকদের নজর দিতে হবে।
প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক রুবাইয়া জান্নাত, আব্দুল্লাহ আল নীল, সাওদা জামান রিশা, আব্দুল আজিজ, আসাদুজ্জামান সিয়াম, রোমান, মাহফুজ, জান্নাতুল ইফতি, লিখন আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সদস্য মৌমিতা মম।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো- রাজশাহীর গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ান স্কুল ও নাটোরের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.