নিজস্ব প্রতিবেদকঃ বেসিক ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়, রাজশাহী। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (Stakeholders) অংশগ্রহণে ২০২৩-২০২৪ অর্থবছরে ৪র্থ প্রান্তিক মতবিনিময় সভা মে ২৭, ২০২৪ সোমবার সকাল ১০টা ৩০মিনিটে বেসিক ব্যাংক লিমিটেড, রাজশাহী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণ এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনু প্রামানিক, সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান বেসিক ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী। সভায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রজব আলী, কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ জামাত খান, সাধারণ সম্পাদক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বিশিষ্ট ব্যবসায়ী, মোসাঃ আনজুমান আরা লিপি, চেয়ারম্যান, ওম্যান এন্ট্রিপ্রিনিয়র এ্যাসোসিয়েশন বাংলাদেশ, এস. এম. আইয়ুব, পরিচালক, রাজশাহী চেম্বার অব কমার্স, মোঃ মশফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় এর আমানত গ্রাহক, ঋণ ও অন্যান্য সুবিধাভোগী গ্রাহক, অত্র অঞ্চলের বিশিষ্টজন ও সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় গ্রাহকসেবা, শ্রেণীকৃত ঋণ আদায়, শুদ্ধাচার, অংশীজন, তথ্য অধিকার আইন, নাগরিক সেবায় উদ্ভাবন, মানি লন্ডারিং প্রতিরোধ, ব্যাংক ও গ্রাহক সুসম্পর্ক, আমানত, ঋণ ও অগ্রিম ইত্যাদি বিভিন্ন বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় করা হয়।